চিতলমারীতে জুয়া খেলার অভিযোগে ৬ জন গ্রেফতার

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ জুয়া খেলার অভিযোগে তাস ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় বড়বাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মুন্সি আনিচুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার (২ ফেব্রæয়ারী) সকালে গ্রেফতারকৃতদের বাগেরহাট আদলতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের মো. কামাল হোসেন শেখের ছেলে মো. তরিকুল ইসলাম তুষার (৩৬), মৃত নোয়াব আলী শেখের ছেলে মুকু শেখ (৪৫), মৃত আছাদ শেখের ছেলে মিজান শেখ (৩৮), মৃত ছামাদ শেখের ছেলে মাসুম শেখ (২৮), মৃত মকবুল শেখের ছেলে শরিফুল শেখ (২৬) ও ওহিদ শেখের ছেলে মো. বিপুল শেখ (৩১)।

চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, মঙ্গলবার (১ ফেব্রæয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মুন্সি আনিচুর রহমান সংর্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পরানপুর গ্রামের একটি ফাঁকা জমি থেকে জুয়া খেলা অবস্থায় উক্ত ৬ জুয়াড়ীকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৫২ পিচ তাস, একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা ও নগদ ২৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ পরিদর্শক (এসআই) মুন্সি আনিচুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার সকালে গ্রেফতারকৃতদের বাগেরহাট আদলতে প্রেরণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *