চিতলমারীতে পুত্র সন্তানের স্বত্ত্ব বঞ্চিত করে জমি দখলের অভিযোগ
বাগেরহাটের চিতলমারীতে পাঁচ পুত্র সন্তানের মধ্যে দুইজনের স্বত্ত¡ বঞ্চিত করে প্রতরণার মাধ্যমে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকার দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামের গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম জানান, খড়মখালী গ্রামের মৃত ভোলানাথ হাজরার পুত্র মৃত রাজ কুমার হাজরার সমস্ত সম্পত্তির ওয়ারেশ রমনী কান্ত হাজরা, গুরুদাস হাজরা, কৃষ্ণদাস হাজরা, দেবদাস হাজরা ও মধুসূধন হাজরা। উল্লেখিত ৫ জন ওয়ারেশ ব্যতিত মৃত রাজ কুমার হাজরার অন্য কোন ওয়ারেশ নেই। কিন্তু ওই একই গ্রামের মৃত দেবেন্দ্র নাথ দাসের ছেলে প্রান্ত কুমার দাস ও তাঁর মা গীতা রানী দাস রাজ কুমার হাজরার বড় ছেলে রমনী কান্ত হাজরা ও দেবদাস হাজরার সত্ত¡ বঞ্চিত করে প্রতারণা মাধ্যমে অন্য তিন ছেলের নামে রাজ কুমারের সম্পূর্ণ সত্ত¡ দেখিয়ে জায়গা দখল করেছেন। এছাড়া প্রান্ত কুমার দাস ও তার মা গীতা রানী দাস আদালতে এই মিথ্যা তথ্য দিয়ে তাঁদের পক্ষে একটি রায় এনেছেন। এ নিয়ে তাদের দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
রাজ কুমার হাজরার প্রোপুত্র (গুরু দাস হাজরার ছেলে) তপন হাজরা বলেন, ‘আমার বাব-কাকারা পাঁচ ভাই ছিলেন। তাঁদের প্রত্যেকেরই সন্তান রয়েছে। প্রান্ত কুমার দাস আমার দুই কাকার স্বত্ত¡ মুছে দিয়ে আমারদের প্রাপ্য প্রায় ১০ শতক জমি দখল করেছেন।
চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য শচীন্দ্র নাথ শিকদার সাংবাদিকদের বলেন, মৃত রাজ কুমার হাজরার ৫ পুত্র সন্তান। এখানে দুই সন্তানকে বাদ দেওয়ার কোন সুযোগ নেই। যদি কোন সন্তানকে বাদ দেওয়া হয় তা প্রতারণার সামিল।
চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ওয়ারেশ কায়েম সার্টিফিকেটে দেখা গেছে, উক্ত ইউনিয়নের খড়মখালী গ্রামের মৃত ভোলানাথ হাজরার পুত্র মৃত রাজ কুমার হাজরার সমস্ত সম্পত্তির ওয়ারেশ রমনী কান্ত হাজরা, গুরুদাস হাজরা, কৃষ্ণদাস হাজরা, দেবদাস হাজরা ও মধুসূধন হাজরা। উল্লেখিত ৫ জন ওয়ারেশ ব্যতিত মৃত রাজ কুমার হাজরা অন্য কোন ওয়ারেশ নেই।
এ ব্যাপারে প্রান্ত কুমার দাস মুঠোফোনে সব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রতরণার মাধ্যমে আদালতে কোন মিথ্যা তথ্য প্রদান করিনি।