বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নারী কাউন্সিলরের ব্যাগ থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা। এসময় ছিনতাই হওয়া নগদ ৫০,০০০/-(পঞ্চাশ) হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত ওই দুই নারীর নাম রিনা বেগম ও আরজিনা বেগম। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের রামপট্টি এলাকার বেঁদে পল্লীর বাসিন্দা এরা। বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আজিমুল করিম বলেন,২৬ জানুয়ারি ২০২২ বুধবার বেলা সাড়ে ১১.০০ ঘটিকায় নগরীর বানিজ্যিক এলাকার গীর্জা মহল্লা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী বিসিসি ১নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র তাসলিমা কালাম পলি জানান, সকালে ব্যাংক থেকে নগদ ৫০,০০০/- হাজার টাকা উওোলন করে তিনি গীর্জা মহল্লা এলাকা থেকে যাচ্ছিলেন। এসময় ওই দুই নারীসহ তাদের অন্যান্য সহযোগীরা তার পিছু নেয়। বিষয়টি সন্দেহ জনক হলে তিনি তৎক্ষনাৎ তাদের পিছু নেয়ার কারন জানতে চায়। পরে নিজের বহন করা ব্যাগের চেইন খোলা আর তাতে টাকা দেখতে না পেয়ে ওই দুই নারীকে তিনি ধরে ফেলেন। এসময় তাদের মধ্যের একজনের কাছ থেকে তিনি ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হন এবং উপস্থিত জনতার সম্মুখে পুলিশের নিকট সোপর্দ করেন। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় আটকৃত আসামীর বিরুদ্ধ্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।