টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ১


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে মোঃ জালাল উদ্দিন (৩৬) নামের এক ব্যাক্তি আহত হয়েছে।
আজ সকাল ০৬ঃ২৯ মিনিট সময় টুঙ্গিপাড়া থেকে ঘোনাপাড়াগামী সড়কের নিলফা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
অদ্য ১৪/০১/২০২২ খ্রিঃ তারিখ ০৮ঃ০৯ মিনিট সময় ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়াগামী মোটরসাইকেল (খুলনা মেট্রো-ল-১২-৮৫৮২) নিয়ন্ত্রণ হারিয়ে কুশলী থেকে প্রধান সড়কে আসা নাম্বারবিহীন ০১ টি ইজিবাইককে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক মোঃ জালাল উদ্দিন (৩৬), পিতা- মোঃ বেলাল উদ্দিন হাওলাদার, মহেশ্বরপাশা, দৌলতপুর, খুলনা গুরুতর আহত হন।
সংবাদ পাওয়ার পর টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর স্টেশন অফিসার জনাব খান এহসান-উল আলম এর নেতৃত্বে আহতকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়।