বঙ্গবন্ধুর ৫০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়া জেলা পরিষদের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়া, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস, পৌর আ. লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।