নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে আজ রবিবার (২ জানুয়ারী) রাত অনুমান ০৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) জনাব সুকান্ত সাহা এর তত্ত্বাবধানে এসআই মোঃ আব্দুস সালাম সঙ্গীয় অফিসার এ এস আই মোঃ নাজিম, এএসআই প্রতাপ, এএসআই মোঃ আশিক ও ফোর্সসহ নড়াইল পৌরসভা আশ্রম বস্তি এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী সাগর দাস (৪৪), পিতা-মৃত বসন্ত দাস, গ্রাম- কুড়িগ্রাম (পৌরসভা), থানা ও জেলা- নড়াইলকে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করা কালে তার বাড়ি থেকে গ্রেফতার করেন এবং তার দেখানো মতে বাজারের ব্যাগের মধ্যে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করেন।
মাদক ব্যবসায়ীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।