মুজিব বর্ষে বিজয়ের সূবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে এতিমখানায় খাবার প্রদান

মুজিব শতবর্ষ, বিজয়ের সূবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে এতিমখানায় দুপুরের খাবার প্রদান করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি বীরপূত্র জনাব শাহাদাৎ হোসেন।মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য জনাব মোঃ মেহেদী হাসান এর নির্দেশনায় অদ্য ১৭ ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুমা রাঙ্গামাটি সদর উপজেলার ভেদভেদিস্থ নতুন পাড়া,বাইতুল করিম মাদ্রাসা ও এতিমখানায় ৫০জন এতিম ছাত্র ও শিক্ষকমন্ডলীদের দুপুরের খাবারের আয়োজন করেন।

 

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি বীর পুত্র জনাব শাহাদাৎ হোসেন, সহ সভাপতি বীর কণ্যা তানিয়া আক্তার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতি ও সহযোগিতায় এতিমখানার ৫০(পঞ্চাশ)জন এতিম ছাত্র ও শিক্ষকদের দুপুরের খাবার প্রদান করেন। সংগঠনটির সভাপতি বীর পুত্র জনাব শাহাদাৎ হোসেন ও সহজ সভাপতি বীর কণ্যা তানিয়া আক্তার দুপুরের খাবার শেষে এতিম ছাত্র ও শিক্ষক মন্ডলীদের বিজয়ের সূবর্ণ জয়ন্তী, মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভূয়সী অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরেন।

 

সভাপতি বীর পুত্র জনাব শাহাদাৎ হোসেন বলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক উপর কমিটির সদস্য জনাব মোঃ মেহেদী হাসান ভাই এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকামিলায় পুরো জেলায় কর্মহীন ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো,মুজিব শতবর্ষে এতিমখানায় পবিত্র কুরআন খতমের মাধ্যমে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ও সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ আয়োজন করাসহ বিভিন্ন কর্মসূচী পালন করে এসেছি এবং যতদিন বেঁচে থাকবো

 

মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ভবিষ্যতেও প্রিয় নেতা জনাব মেহেদী হাসান ভাই এর নেতৃত্বে এবং দিক নির্দেশনা মোতাবেক দেশের যে কোন সংকটে সংগঠনের সকল নেতৃত্ববৃন্দের সহযোগিতায় দেশের কল্যানে বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *