গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারণায় বাধা প্রদান, মাইক ভাংচুর ও কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার সকালে টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সদ্য বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক মো. রমজান শরীফ তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
তিনি তার অভিযোগে বলেন, মঙ্গলবার বেলা ৩ টার দিকে পাটগাতী দক্ষিণপাড়ায় তার চশমা প্রতীকের পক্ষে মাইকিং করার সময় নৌকা মার্কার প্রার্থী শেখ শুকুর আহমেদের সমর্থকরা ২-৩টি মোটর সাইকেল যোগে এসে প্রচারনার কাজে ব্যবহৃত একটি ইজি বাইক ও মাইক ভাংচুর করে। এসময় তারা প্রচার প্রচারণায় নিয়োজিত দুই কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে এবং দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারিরা সেখান থেকে দ্রæতি কেটে পড়ে।
তিনি আরো অভিযোগ করে বলেন নৌকা মার্কার প্রার্থীর কর্মী-সমর্থকরা অব্যাহতভাবে তাকে জীবন নাশের হুকমি দিচ্ছে। এতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ বিঘিœত হচ্ছে। এছাড়া কয়েকটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধান এবং ভোটদানের পরিবেশ সৃষ্টি করা না হলে বিভিন্ন অনিয়ম হতে পারে বলে তার আশংকা। তিনি এসব বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টিকার্ষণ করেন।
অপরদিকে টুঙ্গিপাড়ার বর্ণি ইউপি’র চেয়ারম্যান প্রার্থী ও সদ্য বহি¯কৃত উপজেলা আওয়ামীলীগের কোষধ্যক্ষ খালিদ হোসেন জমাদ্দার অভিযোগ করে বলেন, সোমবার বিকেলে নৌকা মার্কার প্রার্থী মিলিয়া আমিনুলের লোকজন বর্ণি উত্তরপাড়া এলাকায় তার পক্ষে প্রচারণা চালানোর সময় মেঘনাথ মল্লিক (৩৩) নামে তার কর্মীকে বেধড়কভাবে মারপিট করে।বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এছাড়া মঙ্গলবার বাশুড়িয়া এলাকায় তার আরেক কর্মী তুষার ফকিরকে(২২)মারপিট করে নৌকা মার্কার সমর্থকরা।