টুঙ্গিপাড়ার গোপালপুরে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেড়া ও ব্যানার আগুনে পোড়ানোর অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী
সুষেন সেনের পোস্টার ছিড়ে ফেলা ও ব্যানার আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে
নৌকার প্রার্থী লাল বাহাদুর ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ভোটাধিকার নিয়ে
সাধারণ জনগণের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে। গত শুক্রবার বিকালে গোপালপুর বাজারে
নৌকা প্রতীকের সমর্থকেরা চশমা প্রতীকের সব পোস্টার ছিড়ে ফেলে।

এসময় বাজারে সকল সাধারণ জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। গোপালপুর বাজারের দোকানী রিতা
সেন বলেন, আমরা দোকানে ছিলাম। হঠাৎ একদল নৌকার সমর্থকেরা মিছিল নিয়ে এসে
চশমা প্রতীক সুষেন সেনের সকল পোস্টার ছিড়ে ফেলে। সেই সাথে আমাদের ধর্মীয় উৎসব
দূর্গা পূঁজার শুভেচ্ছা ব্যানার এখান থেকে ছিড়ে ওদিকে নিয়ে কুপিয়ে ছিড়ে ফেলে।

সেখান মা দূর্গা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিও ছিল। এখানে আমরা সবাই
আওয়ামীলীগ। এখানে কোন ধানের শীর্ষ নেই। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক।
ধনঞ্জয় বিশ্বাস, রাজীভ মজুমদার, সুধীর সেন, বিমলসহ অনেকে বলেন, শুক্রবার হঠাৎ নৌকার
সমর্থকেরা এসে চশমা প্রতীক সুষেন সেনের পোস্টার ছিড়ে ফেলে। সেই সাথে বঙ্গবন্ধু ও
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ছবি সংযুক্ত পূর্বে পূঁজার ব্যানার আগুনে পুড়িয়ে দেয়।
এসময় তারা বলে তোমাদের কারও ভোট দিতে যেতে হবে না, আমরা তোমাদের ভোট দিয়ে
দিবো। এখানে আমরা সকলেই আওয়ামীলীগ। তাহলে কেন এখানে জালাও-পোড়াও হচ্ছে বলেন
তারা। চেয়ারম্যান প্রার্থী সুষেন সেন বলেন, জাতির পিতার জন্মভুমি এই টুঙ্গিপাড়া।

এই টুঙ্গিপাড়ার একটি ইউনিয়ন গোপালপুর ইউনিয়ন। আমি এখানকার বর্তমান
চেয়ারম্যান। এবছরও আমাকে নৌকা প্রতীক দিয়েছিলো প্রধানমন্ত্রী। কোন একটি
কুচক্রী মহলের কারণে সেই প্রতীকটি একদিন পরে আরেকটি নাম ঘোষিত হয়। আমার
ইউনিয়নের জনগণের কারণে তাদের চাপে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে
নির্বাচন করতে হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আমার প্রচারণা করেছিলাম।

গত
শুক্রবার বিকাল ৫ টায় আওয়ামীলীগ সমর্থক লাল বাহাদুর এর নেতৃত্বে একটি দল আমার
নির্বাচনী পোস্টার ছিড়েছে। আমার দূর্গা পূঁজার শুভেচ্ছা ব্যানার ছিড়ে পুড়িয়ে দেয়।
এঘটনা একটি ছেলে মোবাইলে ভিডিও করেতেছিল তাকেও মারধর করেছে তারা।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন থাকবে আপনি সমগ্র বাংলাদেশের
নেত্রী। আপনি সমগ্র বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়েছে এতে আমরা অত্যন্ত
খুশি। টুঙ্গিপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আমার প্রচারণা করতে পারছি না।
আমার উপর বিভিন্ন হুমকি, ধামকি ও হামলা হচ্ছে। আমার সমর্থকদের উপর ব্যাপক
নির্যাতন হচ্ছে। জনমনে ভয় হচ্ছে, ভয় দিচ্ছে তারা, যে কোন নির্বাচন হবে না।

নৌকার
সিল আমরা হাতে হাতে নিয়ে নিবো। তোমাদের কারো কোন কেন্দ্রে যেতে হবে না।
সবাই খুব ভীত হয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন এখানে সবাই
আওয়ামীলীগ করে, সবাই আওয়ামীলীগের লোক। আপনার কাছে আকুল আবেদন যাতে
সাধারণ জনগণ সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ ও ভোট দিতে পারে। আমরা যারা
আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ জনগণ সুন্দরভাবে বসবাস করতে পারি সেই ব্যবস্থা
আপনি করেন। এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী লাল বাহাদুর বলেন, আমাদের লোক কেউ
করেনি। তাদের লোকও করতে পারে বা কারা করেছে আমরা জানি না।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *