ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর চ্যাম্পিয়ন আট্টাকী যুব সংঘ 

বাগেরহাট জেলার ফকিরহাটে ১০দলীয় ৫ম শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশগ্রহণ করে আট্টাকী যুব সংঘ ও এসবি আলী ফুটবল একাডেমি খুলনা।নির্ধারিত সময়ের খেলা গোল শুন্য ভাবে অমীমাংসিত থাকায় টাইব্রেকারের মাধ্যমে টুর্নামেন্টের বিজয়ী হয় আট্টাকী যুব সংঘ। টাইব্রেকারে দলটি ৪-৩ গোলে পরাজিত করে এসবি আলী ফুটবল একাডেমি খুলনাকে।
এর আগে বিকাল ৩টায় এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ ইসমাইল হোসেন এনডিসি, বিভাগীয় কমিশনার খুলনা।
টুর্নামেন্টের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিজুর রহমান জেলা প্রশাসক বাগেরহাট, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
সম্মানিত অতিথি সাংসদ শেখ হেলাল উদ্দিন এর ব্যক্তিগত সহকারী মোঃ ফিরোজুল ইসলাম ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সানজিদা বেগমের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে বিজয়ী দলের  হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন প্রধান অতিথি।
খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার পারভেজ।
খেলা পরিচালনায় মাঠে রেফারি তার সহকারীর দায়িত্ব পালন করেন কামাল হোসেন, মনির ঢালী ও মোঃ জসীম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *