গোপালগঞ্জের কাশিয়ানীতে নাম যজ্ঞের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে নবনির্বাচিত চেয়ারম্যান সহ আহত-১০

গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথর দ্বীননাথ সেবা আশ্রমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শ্যামল কান্তি বোস সহ আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ অন্যান্য চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান ওই আশ্রমের বার্ষিক নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য শনিবার বিকেলে এক সভা আহ্বান করা হয়। এতে কাশিয়ানী ও পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন। সভা চলাকালে নাম যজ্ঞ পরিচালনা কমিটি গঠন নিয়ে সরোজ কান্তি ভাই টুটুল ও ডা. তপন মজুমদার এর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও লাঠিসোটা, চেয়ার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো সেলিম রেজা বলেন এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *