গোপালগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা অনুরোধ -১৯)) প্রতিযোগিতা -২০২১ -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আছ শনিবার দুপুরে নানা রংবেরংয়ের বেলুন উড়িয়ে পুলিশ লাইনের মাঠে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম সেবা।
গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা সহ মোট পাঁচটি উপজেলার (৫টি বালক ও ৫টি বালিকা) কাবাডি খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
স্বাস্থ্যবিধি মেনে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, জেলার ৫ থানার অফিসার্স ইনচার্জ ও তাদের প্রতিনিধিগণ, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ কাবাডি ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান সভাপতি গোপালগঞ্জের কৃতিসন্তান, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যার এবং সাধারণ সম্পাদক ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্যার। বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা সারাদেশের ন্যায় আজ গোপালগঞ্জেও এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তোমরা নিয়ম মেনে ভালো খেলে বিজয়ী শিরোপা অর্জন করবে সেই প্রত্যাশা রইলো।
প্রথম দিনের খেলায় সদর থানা বালক দল কোটালীপাড়া বালক দলকে হারিয়ে পয়েন্টে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে। অপর খেলায় মুকসুদপুর বালক দল টুঙ্গিপাড়া বালক দলকে হারিয়ে সেমিফাইনালে বাই কাশিয়ানী বালক দলের সাথে খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৫ ডিসেম্বর বালিকা দলের খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৬ ডিসেম্বর পুলিশ লাইনের মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ফাইনাল খেলা একই ভ্যেনুতে অনুষ্ঠিত হবে।