ফকিরহাটে শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জমে উঠেছে অভিভাবক সদস্য পদে নির্বাচন

ম্যানেজিং কমিটি গঠনকে সামনে রেখে শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন জমে উঠেছে। নির্বাচনের দিনক্ষন যতই সামনে এগিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। দিনভর বহু ব্যস্ততার মাঝে তারা ছুটে চলেছেন অভিভাবক-ভোটারদের কাছে।

ঘোষিত তফসিল অনুযায়ী বিদ্যালয়টিতে ভোট হতে চলেছে আগামী ২ ডিসেম্বর-২০২১ইং।

চলতি নভেম্বরের ৯,১০ ও ১১ তারিখ ছিলো মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের জন্য নির্ধারিত দিন। মনোনয়ন পত্র যাচাই বাছাই ও প্রত্যাহারের জন্য দিন ধার্য ছিলো যথাক্রমে ১৪ ও ১৬ নভেম্বর।

নির্বাচনে মোট ৪৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের পছন্দের প্রার্থীদের। অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশ নিচ্ছেন ২ মহিলা প্রার্থী সহ মোট ১১ জন।যার মধ্যে  একজন মহিলা ও চারজন পুরুষ অভিভাবক সদস্য নির্বাচিত হবেন ওই নির্বাচনে। ১১ প্রার্থীর নামের সাথে এক একটি নাম্বারও তাদের প্রচারণায় ও ভোট প্রাপ্তির পরিচিতি বহন করছে।

নির্বাচনটিতে প্যানেল প্রাধান্যতায় ভোটের মাধ্যমে বিজয়ী হবার প্রত্যয় ব্যক্ত করলেন,

১.আরিফুল হাসান,২.পুর্নিমা দাস ৬.নরোত্তম কর্মকার, ৮.মোঃ মিজানুর রহমান ও ৯.মোঃ শামসুজ্জামান।

এখানে একজন ভোটার মোট পাঁচটি ভোট দিয়ে একজন মহিলা সহ মোট পাঁচজনকে বিজয়ী করতে পারবেন।

ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে অভিভাবক সদস্য পদে ২ ডিসেম্বরের নির্বাচনে উল্লেখিত ওই পাঁচ প্রার্থী প্যানেল আকারে  নিরংকুশ বিজয় লাভ করবেন বলে  যেমন আশাবাদ ব্যক্ত করেছেন তেমনি তারা

অভিভাবক-ভোটারদের ভোটের পাশাপাশি সকলের নিকট দোয়া এবং আশীর্বাদও কামনা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *