খান্দারপাড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় বাঁধা প্রদান ও সংখ্যালঘু ভোটারদের ভীতি প্রদর্শনের প্রতিবাদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর “সংবাদ সম্মেলন”

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ৪নং খান্দারপাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ সাব্বির খানের নির্বাচনী প্রচারনায় বাঁধা, সংখ্যালঘু সম্প্রদায় এবং নিরীহ ভোটারদের ভীতি প্রদর্শন স্বতন্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকের মো.সাহিদুল ইসলাম মুন্সীর বিরুদ্ধে অভিযোগ এনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে শিমুলতলা বাজারে  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ সাব্বির খান তার নির্বাচনী ক্যাম্পে এ সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, খান্দারপাড়া ইউনিয়নে স্বতন্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকের মো. সাহিদুল ইসলাম মুন্সী আমার নির্বাচনী প্রচারনায় বাঁধা প্রদান, সংখ্যালঘু সম্প্রদায় এবং নিরীহ ভোটারদের ভীতি প্রদর্শন করেই চলেছে। তিনি আরো জানান যে, খান্দারপাড়া, মাছিয়াড়া ও পাছড়া ৩টি গ্রামে আমার কর্মীদের গত তিনদিন যাবৎ অবরুদ্ধ করে রেখেছে, আমি এবং আমার কর্মীরা খান্দারপাড়া বাজারে প্রবেশ করতে পারছি না। প্রবেশ পথে আমাদেরকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাঁধা সৃষ্টি করছে। সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান সদস্য কাজী মোঃ ওহিদুল ইসলাম, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আহম্মেদ বাদল মল্লিক, সাধারন সম্পাদক আমিনুর রহমান মিলন এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদ খান সহ খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ সাব্বির খান আগামী ২৮ নভেম্বর খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, খান্দারপাড়া ইউপি নির্বাচনী প্রচার-প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন ডাবলু ও তার সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করা এবং নির্বাচনী কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার বিকালে ইন্দুহাটি মন্দির চত্বরে তার স্বজনরা ও সমর্থকরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *