গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) -এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হামিদ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সার্কেল-৫) মো. মনিরুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম হাসানুউজ্জামান, সহকারী প্রকৌশলী ইব্রাহিম খলিল ফারুকী, মো. রবিউল ইসলাম, ঠিকাদার সুমন, নাসির উদ্দিন শেখ সহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হামিদ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি নির্মাণাধীন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ এবং মাল্টিপারপাস ভবন পরিদর্শন করে প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে।