চিতলমারী সবুজ সংঘ ক্লাবের নির্বাচনে ১৮ ফরম জমা

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী সবুজ সংঘ ক্লাবের কার্যকরি কমিটির নির্বাচনে ১৩ পদে প্রতিদ্ব›িদ্বতার জন্য ১৮ টি ফরম জমা পড়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ সময় হওয়ায় এর পূর্বেই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় মোট ১৩ টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেন।

এর মধ্যে সভাপতি পদে শামীম আনোয়ার বাবু, রাজু আহমেদ ফরাজী, সহ-সভাপতি পদে মোঃ আল আমিন শেখ (লিটন), অমলেশ সাহা, শেখ শহিদ, মোঃ ইব্রাহীম মুন্সী, সাধারণ সম্পাদক পদে মোঃ জাহিদ শেখ, অলিপ কুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন বিন্দু, সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক সেলিম সুলতান সাগর, দপ্তর সম্পাদক পদে প্রদীপ মÐল, কোষাধ্যক্ষ পদে হিমাংশু রায়, আল মামুন, ক্রীড়া সম্পাদক পদে সত্যজিৎ মন্ডল, সহ-ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ হায়দার মুকুল, সাংস্কৃতিক সম্পাদক পদে বুদ্ধদেব গুহ, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ ইব্রাহীম মীর, প্রচার সম্পাদক পদে সমীর মÐল মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সবুজ সংঘ ক্লাবের প্রধান উপদেষ্টা জগদীশ চন্দ্র বাড়ৈ এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা দেবাশীষ বিশ্বাস দেব, সাহেব আলী ফরাজী ও সাবেক সভাপতি নামজুল শেখ প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও সবুজ সংঘ ক্লাবের কার্যকরি কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ আবু মুছা জানান, ১৩ টি পদের নির্বাচনে মোট ১৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) মননোয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। #



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *