টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে কমিটির সভাপতি এ্যাড. সুনীল কুমার দাস এবং সাধারণ সম্পাদক এ্যাড. এম জুলকদর রহমান জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য সহ কমিটির সকল নেতৃবৃন্দের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা’৭৫-এর ১৫-ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড.মুন্সী আতিয়ার রহমান, চৌধুরী খসরুল আলম, নুরুল ইসলাম খোকন, এ্যাড. বিষ্ণু, আসাদুজ্জামান, বিল্লাল হোসেন, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি এ্যাড. শামচুন্নাহার, মো. মঈনুল হাসান মৃধা, সহ-সম্পাদক আবুল হাসানাত (পাভেল), কানাই লাল রায়, ধর্ম বিষয়ক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য ইকবাল হোসেন, উওম মন্ডল, তানভীর আহমেদ, সোহাগ সমাজদার, ফারুক আহমেদ, অডিটর মো.আবু সুফিয়ান, মোহাম্মদ কলিমুল্লাহ্ ও নাবিল আহমেদ সহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।