জেলা উন্নয়ন সমন্বয়ের মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয়ের মাসিক সভা অক্টোবর /২১ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয়ের মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমানের সঞ্চালনায় জেলা উন্নয়ন সমন্বয়ের মাসিক সভায় জেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আজিজ আল মামুন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. দেদারুল ইসলাম, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় কমিটির সভাপতি শাহিদা সুলতানা সরকারি অর্থ অপচয় রোধ ও জনদুর্ভোগ কমাতে কমিটির সকল সদস্যদেরকে সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *