দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালেন এসপি আয়েশা সিদ্দিকা


মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা পুজোর ছুটিতে গোপালগঞ্জ নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে ঢাকা – খুলনা মহাসড়কের ডুমদিয়া- সোনাশুর এলাকার মধ্যবর্তী স্থানে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার গুরুতর আহতের খবরে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত হাসপাতালে পৌঁছে আহত ভাস্কর সাহার জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন।
পরে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা গুরুতর আহত ভাস্কর সাহার শারীরিক অবস্থার অবনতির বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সাথে যোগাযোগ করে তার উন্নত চিকিৎসার জন্য দুপুর সোয়া দুইটার দিকে র্যাবের হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানাগেছে, দ্রুত গতির গাড়িটি অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা নিজেই ড্রাইভ করছিলেন। হঠাৎ গাড়ির সামনের চাকা ফেটে গাড়িটি সজোরে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনার কবলে পড়ে। আহত অতিরিক্ত পুলিশ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে আমেনা স্কুলের পাশে বলে জানাগেছে।