নাজিরপুর উপজেলার সদ্য আওয়ামী মনোনয়ন প্রাপ্তদের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ) মনোনীত ২৪৮ একক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার (৯ অক্টোবর) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়।

 

এ সভায় ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয় আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের মধ্যে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তিন ইউনিয়নের মনোনীত প্রার্থীরা হলেন— ৪নং দির্ঘা ইউনিয়ন হতে আশুতোষ বেপারী,৫নং শাখার কাঠি ইউনিয়ন হতে আক্তারূজ্জামান গাউস, ৮নং ইউনিয়ন পরিষদ হতে উত্তম মৈত্র। মনোনয়ন প্রাপ্ত হয়ে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫ এর ১৫ই আগষ্ট নিহত সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এসময় সেখানে দিলীপ সন্যাসি, সহ-সভাপতি পিরোজপুর জেলা আওয়ামীলীগ, মনিন্দ্র নাথ মজুমদার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিরপুর উপজেলার আওয়ামীলীগ, মোঃ মোশাররফ হোসেন খান, সাধারণ সম্পাদক নাজিরপুর উপজেলার ইআওয়ামীলীগ, আফজাল হোসেন সহ-সভাপতি নাজিরপুর উপজেলার আওয়ামীলীগ, তানভির হাসান ডালিম সাবেক সভাপতি নাজিরপুর উপজেলার ছাত্রলীগ, সুমন হাওলাদার সাবেক সাধারণ সম্পাদক নাজিরপুর উপজেলার ছাত্রলীগ,সুনিল রঞ্জন হালদার সাধারণ সম্পাদক ৪নং দীর্ঘা ইউনিয়ন আওয়ামীলীগ, মাস্টার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ৫নং শাখারি কাঠি ইউনিয়ন আওয়ামীলীগ, সুমন মজুমদার সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নাজিরপুর উপজেলা, আরিফুর রহমান সবুজ সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ নাজিরপুর উপজেলা,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী উজ্জ্বল মন্ডল (গোবিন্দ) সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান গন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় কালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুস্থ, সমৃদ্ধ আধুনিক ও উন্নত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা বঙ্গবন্ধুত্ব কে ধারণ করি, তাই বঙ্গবন্ধুর অসমাপ্ত বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। দেশের পক্ষে নৌকার পক্ষে জনগণের পক্ষে কাজ করছি এবং জীবনের শেষ সময় পর্যন্ত করেই যাবো।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *