মুকসুদপুরের ননীক্ষীরে ৩ হাজার পরিবার পেলো দুর্গাপূজার উপহার
গোপালগঞ্জের মুকসুদপুরের ননীক্ষীরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় ৩ হাজার হিন্দুু ধর্মাবলম্বী পরিবারের মাঝে শাঁড়ি-কাপড় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ননীক্ষীর ইউনিয়নের ৩ হাজার হিন্দুু ধর্মাবলম্বী পরিবারের মাঝে শাঁড়ি-কাপড় বিতরণ করেন, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক শেখ রনি আহম্মেদ। ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনিল চন্দ্র বাড়ৈ এর সভাপিতত্বে বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান, মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এনায়েত হোসেন লিপন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদ খান কুটি, জলিরপাড় ইউপি চেয়ারম্যান বিভা রানী মন্ডল, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক ছিরু, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সাধারন সম্পাদক ও সাংবাদিক ফকির মিরাজ আলী শেখ, আহাদনুর বাদল, প্রভাষক শিমুল বালা, নিতিশ বালা, শিবু দাস, সমরেশ বালা, বিশু দাস, অজিত বাড়ৈ, সঞ্জয় বাইন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম শেখ।