ঈশ্বরগঞ্জে তফসিল ঘোষণার রাতেই আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর উপর হামলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তফসিল ঘোষণার রাতেই আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থির উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনী তফসিল ঘোষণার পর এক আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ও তার বাড়িতে একদল দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় প্রার্থীসহ তার স্ত্রীকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে। অভিযোগ, নৌকার মনোনয়নপ্রত্যাশী প্রার্থি আহম্মদ উল্লাহ হোসেন সিদ্দিকী সোহেলের ঘরে প্রবেশ করে তাকে ও তার স্ত্রী মাহমুদা রহমান মনিকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ সময় ঘরের আলমিরা মধ্যে থেকে ভেঙে নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায় তারা। সোহেল আত্বচিৎকার করলে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ সদর-হাসপাতালে নেন।

এর পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত সোহেল আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে সোহেল ও তার স্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সোহেলের পরিচিত সাজ্জাদ আহমেদ অপু জানান, সোহেলকে অপারেশনের জন্য ওটিতে নেওয়া হয়েছে। সোহেল আসন্ন ইউপি নির্বাচনে আঠারবাড়ী ইউনিয়নের নৌকার মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ছিলেন। এব্যপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অভিযোগর প্রেক্ষিতে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *