টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উদযাপন করলো জাতীয় মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন

 আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করেছে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। তার প্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কেটে দিবসটি উদযাপন করছে বাংলাদেশ জাতীয় মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয় মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি ডা. সেলিনা রশিদ এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা এবং ৭৫ এর ১৫ই আগষ্ট নিহত সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করে। এসময় সেখানে বাংলাদেশ জাতীয় মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদিকা মোসা: লায়লা বানু, জয়েন সেক্রেটারি নিলুফার ইয়াসমিন, সহ সভাপতি রুকসানা বারি রুকু, সাংগঠনিক সম্পাদিকা নীরূ শামছুন্নাহার সহ বাংলাদেশ জাতীয় মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *