রাণীনগরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁর রাণীনগরে সুজাতা রাণী (২৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার সদরের দক্ষিণ রাজাপুর গ্রামে গৃহবধুর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুজাতা রাণী উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের নিশান্ত সরকার ভোলার স্ত্রী ও রাজশাহীর পুঠিয়ার মেচপাড়া গ্রামের স্বপন চন্দ্রের মেয়ে। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গত কয়েক মাস আগে নিশান্ত সরকার ভোলার সাথে সুজাতা রাণীর বিয়ে হয়।
তাদের দুই জনেরই এটা ছিলো দ্বিতীয় বিয়ে। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দুইজনের মধ্যে পারিবারিক দন্দ চলছিলো। মঙ্গলবার গৃহবধু সুজাতা রাণীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের তীরের সাথে তার মরদেহ ঝুলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থা ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। ওসি শাহিন আকন্দ জানান, গৃহবধু সুজাতার মৃত্যুর সঠিক কারন জানান জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
এ ঘটনায় গৃহবধুর বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।