প্রতিবন্ধী জামিল উপহার পেল ব্যাটারি চালিত রিক্সা
গোপালগঞ্জ জেলা শহরের পত্রিকার হকার বাকপ্রতিবন্ধী জামিল উপহার পেলেন ব্যাটারিচালিত একটি রিক্সা। গোপালগঞ্জে মানবিক মানব সংঘের (মামাস) পক্ষ থেকে জামিলের কাছে রিক্সাটি হস্তান্তর হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জামিলের হাতে রিক্সার চাবি তুলে দেন মানবিক জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় স্বাস্থ্যবিধি মেনে মামাস -এর স্বেচ্ছাসেবী মিজানুর রহমান মানিক, এম আরমান খান জয়, রেজাউল করিম, সাজেদুল ইসলাম, মো. রাকিব মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। মামাস -এর কর্ণধার নার্গিস সুলতানা বলেন, মামাস অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের বিত্তবানদের অর্থায়নে তারা অসহায় মানুষদের সাহায্য করেন। বাকপ্রতিবন্ধী জামিলের মতো মানুষকে একটি রিক্সা উপহার দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ভবিষ্যতেও মামাস’এর এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।