ব্যাংক হিসাব তলবে জাস্টিস ফর জার্নালিষ্টের ক্ষোভ ও নিন্দা

 সাংবাদিকদের জাতীয় প্রতিষ্ঠান গুলোকে টার্গেট করে ব্যাংক হিসাবে তলব করে সাংবাদিক বান্ধব সরকারের সাথে সাংবাদিকদের গভীর ষড়যন্ত্রের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাস্টিস ফর জার্নালিষ্ট।

কোন কারণ ছাড়াই জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে ও রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্ধদের ব্যাংক হিসাব তলব করে সামাজিক ভাবে বিতর্কে এনে রাষ্ট্রের চতুর্থ স্তম্ব সাংবাদিক সমাজের সম্মানহানী ও হেয় করেছেন মাত্র।

অপরাধী না হয়েও সামাজিক শাস্তির প্রাপ্যতা নিশ্চিত করায় বক্তরা এধরনের কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন ও গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন। জাস্টিস ফর জার্নালিষ্টের আয়োজনে গত ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর প্রতিদিন রাত ৯ টা হতে রাত ১২টা পর্যন্ত টানা আলোচনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ সারাদেশের সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ যোগ দেন।

সভায় নেতৃবৃন্দরা প্রেসক্লাব সৃষ্টির ৬৩ বছরের ইতিহাসে একমাত্র নারী সভাপতি, সাংবাদিক সমাজের আদর্শ ও সততার প্রতীক ফরিদা ইয়াসমিন, সারাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নে সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারন সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, রিপোর্টাস ইউনিটির সভাপতি মুরছালীন নোমানী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের কোন কারণ ছাড়া ব্যাংক হিসাব তলব করায় ক্ষোভ, দুঃখ ও নিন্দা প্রকাশ করেছেন। চিহিৃত দুর্নীতিবাজ, আয়বর্হিভূত সম্পদ অর্জনকারী রাঘব, বোয়ালদের বাদ দিয়ে সাংবাদিক সংগঠনগুলোকে টার্গেট করে নেতৃবৃন্দের ব্যাংক হিসাব তলব করে তা ফলাও প্রচার করার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ আইনের ব্যত্যয় ঘটিয়েছেন।

নেতৃবৃন্দ এসকল ঘটনা সরকারের সাথে সাংবাদিক সমাজের দুরত্ব তৈরী করার গভীর ষড়যন্ত্রের অংশ মনে করছেন। নেতৃবৃন্দ এধরনের গভীর ষড়যন্ত্র পরিহার করার অনুরোধ জানিয়ে বলেন, নেতৃবৃন্দের ব্যাংক হিসাব নেওয়া হলে সেটা প্রকাশ ও প্রচার করে জাতিকে যেন পরিস্কার করা হয়, অন্যথায় জাস্টিস ফর জার্নালিষ্ট এর পক্ষ হতে সাংবাদিক সমাজের সম্মান রক্ষার্থে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।

জাস্টিস ফর জার্নালিষ্টের কো-অর্ডিনেটর ওবায়দুল হক খানের সঞ্চালনায় সারা দেশের সাংবাদিকদের শুভেচ্ছা ও কুশলাদী জানার সাংবাদিক সমাজের প্রিয় নেতা, বিএফইউজের সাবেক মহাসচিব ও দিল্লিস্থ বাংলাদেশের দূতাবাসের মিনিষ্টার প্রেস শাবান মাহমুদ।

বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক ট্রেজারার দ্বিপ আজাদ ও সাবেক দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, জাস্টিস ফর জার্নালিস্টের প্রতিষ্ঠাতা কো-অর্ডিনেটর ও ডিইউজের সদস্য মোঃ কামরুল ইসলাম ভূইয়া ও শাহিন বাবু, সাবেক ডিইউজে নেতা আকতার হোসেন, মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান রিমন, বঙ্গবন্ধু সাংস্কৃতি পরিষদের সভাপতি ও ডিইউজের সদস্য অভি চৌধুরী, ডিইউজের সাবেক নেতা ও জয়বাংলা মঞ্চের সভাপতি জয়ন্ত আচার্য, ডিইউজের দপ্তর সম্পাদক জান্নাতুল সোহেল, ডিইউজের সিনিয়র সদস্য মির আফরোজ জামান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মির মোস্তফা,নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আফজাল হোসেন পন্টি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুধাংশু হালদার,খুলনা প্রেসক্লাব সদস্য শেখ সেলিম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুরাদুল ইসলাম,সাধারন সম্পাদক আব্দুল ফাত্তাহ, রাজসাহি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজি শাহেদ,কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিল্পব,সহ-সভাপতি আফরোজা ডিও,ঢাকাস্থ বাগেরহাট সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মাসুম তালুকদার, ডিইউজের সদস্য, আনোয়ার হোসেন, জুয়েল হালদার, আব্দুল খালেক, সমিরন, সাংবাদিক অপূর্ব, ইসমাইল হোসেন টিটু সহ দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দগণ। টানা তিন দিনের আলোচনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন ১৬ সেপ্টেম্বরের সাধারণ বার্ষিক সভা সফল করার আহবান জানিয়ে সম্প্রতি আফগানিস্থান সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ করা সহ আসন্ন বিএফইজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে যোগ্য প্রার্থী মনোনয়ন করার দাবী তোলা হয় সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্মস্থানে অবস্থিত গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নকে জাতির জনক ও প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে অন্তভুক্ত করে অসন্ন নির্বাচনে অংশ গ্রহন করানোর দাবী তোলা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *