গোপালগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি’র নির্বাচন নিয়ে নজরুল—সালাউদ্দিন পরিষদের সংবাদ সম্মেলন

 ভোটার তালিকায় অনিয়ম, রাজনৈতিক ভাবে হেনস্থা সহ নানা অভিযোগ এনে গোপালগঞ্জে আগামী ১৮ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিতব্য রেড ক্রিসেন্ট সোসাইটি’র দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে নজরুল—সালাউদ্দিন পরিষদ সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অস্থায়ী নির্বাচনী কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে নজরুল—সালাউদ্দিন পরিষদ। উক্ত সংবাদ সম্মেলনে ভোটার তালিকায় অনিয়ম, তাদের পরিষদকে রাজনৈতিকভাবে হেনস্থা করতে তাদের অমতে রাতের আধাঁরে কে বা কারা আপত্তিকর ছবি সংযুক্ত ব্যানার টাঙ্গিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন, এর ফলে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তারা নির্বাচন স্থগিত করে প্রকৃত ভোটার তালিকা হালনাগাদ করে অবাধ, সুষ্ঠুুু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভাইস—চেয়ারম্যান পদপ্রার্থী ও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন খান, সদস্য পদপ্রার্থী ও পৌর আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য পদপ্রার্থী এড. শেখ তৈয়বুর রহমান, পর্শিয়া সুলতানা প্রমুখ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *