মুকসুদপুরে প্রধান শিক্ষককে অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের মুকসুদপুরের বোয়ালিয়া নেজামুদ্দিন উর্চ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসান এর বিচার চেয়ে ও তাকে অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা ও অভিভাবকরা। ১২ সেপ্টম্বর সকালে অত্র স্কুলের সামনে রাস্তার উপর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এরপর শিক্ষার্থীরা মুকসুদপুর উপজেলা পরিষদের ভিতরে এসে মানববন্ধন করেন ও বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ কারীরা জানান, প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসান এর দূনিতীর শেষনাই স্কুলের নানা ব্যাপার নিয়ে চরমভাবে দূর্নীতি করছে। স্থানীয় ছাত্র অভিবাবক খোকা মেম্বর, মনুকাজী, ইমরান হোসেন জানান, বোয়ালিয়া নেজামুদিদ্দন স্কুলের নিয়মিত দশজন শিক্ষার্থী জে এস সি পরীক্ষায় অংশ গ্রহনের পর রেজাল্ট আসলে দেখাযায় হাজী সখিউদ্দিন মেমোরিয়াল উর্চ্চ বিদ্যালয় থেকে তারা পাস করেছে। কিভাবে দশজন শিক্ষার্থী অন্যস্কুলে চলেগেল তারকোন সন্তষ্ট মূলক জবাব দিতে পারেনাই প্রধান শিক্ষক। আরো অন্য অন্য দূর্নীতি প্রতিরোধ করার জন্য প্রধান শিক্ষকের অপসারন চেয়েছেন তারা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *