নান্দাইলে ১২ জুয়াড়ি গ্রেফতার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২ জুয়ারি গ্রেফতার হয়েছে । শুক্রবার ১১ আগস্ট রাতে নান্দাইলের জাহাঙ্গীরপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে শুক্রবার রাতে ডিবির এসআই সাইদুর রহমান নান্দাইলের জাহাঙ্গীরপুর থেকে ১২ জুয়াড়িকে গ্রেফতার করে। তাীা হলো, শরীফ মিয়া, বাক্কির মিয়া, পারভেজ মিয়া, লিটন মিয়া, সুমন মিয়া, সাইদুল ইসলাম, মহিবুল্লাহ, হুমায়ুন কবির ওরফে কবির, সজীব মিয়া, আবু হানিফ, আনোয়ার হোসেন ও তুহিন মিয়া। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।