ময়মনসিংহ মেডিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ময়মনসিংহ মেডিকেল কলেজে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর জন্মদিনের কেক কাটাসহ ক্যাম্পাস ও ছাত্রাবাসে আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে দশজন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই ছাত্রলীগ কর্মীকে। এঘটনায় পুরো ছাত্রাবাসের সাধারণ ছাত্ররা আতঙ্কে রয়েছে।বিশ্বস্ত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরীর বাঘমারা বয়েজ মেডিকেল কলেজ হোস্টেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর জন্মদিন উপলক্ষে কেক কাটা নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি অনুপম সাহা ও সাধারন সম্পাদক হাসান আল মামুন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ছাত্রাবাসে সিট দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের জুনিয়র-সিনিয়র নেতাকর্মীরাও লাঠিসোটাও ইটপাটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষে জড়িত হয়। সংঘর্ষের সময় সভাপতি অনুপম সাহার জামায় রক্তের দাগ দেখা গেলেও ফোনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।সংঘর্ষে ছাত্রলীগ কর্মী রুহিত গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং আরও ৪/৫ জন ছাত্রলীগ কর্মী আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন।পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও কোতোয়ালি থানার ওসি উপস্থিত হয়ে বিষয়টি মিমাংসা করেন এবং ছাত্রাবাসে কোন নতুন ছাত্রকে সিট পেতে হলে একমাত্র অধ্যক্ষের অনুমতি সাপেক্ষই সিট নিতে হবে, এক্ষেত্রে কোন ছাত্র নেতার সিদ্ধান্তে সিট বরাদ্ধ হবেনা বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *