ত্রিশালে মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যা করল পুত্র
ময়মনসিংহের ত্রিশালে মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যা করল পুত্র। মাকে নির্যাতন করায় ছেলে আরিফ হোসেনের (২০) এর বিরুদ্ধে বাবা আলী হোসেনকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে আরিফ পলাতক রহেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। আলী হোসেনের বাড়ি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে। আরিফ স্নাতক পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, আলী হোসেন প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিন ছেলে আরিফের সামনে তাঁর মাকে বাবা মারধর করতে থাকেন। এ সময় আরিফ তাঁর বাবাকে ফেরানোর চেষ্টা করেন। কথা না মানায় আরিফ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে তাঁর বাবাকে কোপ দেন। এতে গুরুতর আহত হন বাবা আলী হোসেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে আলী হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত পুত্র পলাতক রহেছে। তাকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।