জাতীয় শোক দিবস উপলক্ষে কোটালীপাড়ায় মহিলা আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ। রবিবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামী লীগ অফিসে করোনার বিধিনিষেধ মেনে স্বল্প পরিসরে এ আলোচনা সভার আয়োজন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগ। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগমের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কেন্দ্রীয় সহ-সভাপতি কোহিনূর খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুখসানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ সেলিনা আক্তার, শাহানাজ হাবিব, মনোয়ারা বেগম তামান্না, ডাঃ লুৎফুনেচ্ছা সোনালী, নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুমি সরকার, গোপালগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুবেল, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমীন খাঁন, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ জামান, সুমন হোসেন বাচ্চু ও এস এম ইস্রাফিল প্রমূখ ।