সাপ্তাহিক কর্মকাণ্ডকে উদ্দেশ্য করে গওহরডাঙ্গা মাদ্রাসা বিডি ক্লিন পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

আজ ২৭ ই আগস্ট বিকাল ৪টায় বিডি ক্লিন টুঙ্গিপাড়ার উদ্যোগে সাপ্তাহিক কার্যক্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষে টুঙ্গিপাড়ার আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ:) এর প্রতিষ্ঠা ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসার ময়দানে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা আমাদের সকলের মানবিক দায়িত্ব। সকলে যদি একসাথে আমরা এই দায়িত্ব না পালন করি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব নয়। বিডি ক্লিন টুঙ্গীপাড়া জানিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে সকল নাগরিকের সহায়তা আমাদের একান্ত প্রয়োজন। টুঙ্গিপাড়ায় বসবাসরত সকল নাগরিকের উদ্দেশ্যে জানিয়েছেন আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো ময়লা আবর্জনা কখনো অনির্দিষ্ট স্থানে রাখবো না।

 

 

 

 

কারণ অনির্দিষ্ট স্থানে রাখলে সেই ময়লা আবর্জনা থেকে পরিবেশ দূষণ হতে পারে। যার মাধ্যমে আমাদের শরীরের ও মানসিক বিকাশের সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হতে হবে।

 

 

এ সময় বিডি ক্লিন টুংগীপাড়া শপথ গ্রহণের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেন শপথে বলেন; আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশে প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমীন। শপথ পাঠ শেষে বিডি ক্লিন টুংগীপাড়া নির্দিষ্ট কাজ করতে থাকেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন টুঙ্গিপাড়ায় সমন্বয়ক ফুয়াদ মাহবুব, বিডি ক্লিন টুঙ্গিপাড়ার উপ সমন্বয়ক রেজওয়ান, বিডি ক্লিন টুঙ্গীপাড়া সহ সমন্বয়ক সোহাগ সিকদার, বিডি ক্লিন টুঙ্গীপাড়া লজিস্টিক ইতিমাদুল হক, বিডি ক্লিন টুঙ্গিপাড়ার আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক তামিম ,বিডি ক্লিন টুংগীপাড়া সদস্য রাফি, রুমেল,আকাশ, রেজোয়ান, পরক, উৎস, রাফিন, তানজিম, শফিউল্লাহ, তানভীর, ইয়াসিন, আর অন্যান্য সদস্যবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *