টুঙ্গিপাড়ায় জাতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ড. মোঃ আব্দুস শহীদ এমপি ।

আজ ২৭ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি সাবেক চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ এবং শ্রীমঙ্গল থেকে ৮ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা শেষে ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট ঘাতকের হাতে প্রাণ হারান স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান তার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বড় ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল।

খুনিদের বুলেটে সেদিন আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে। ওই সময় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা, আরো অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত মোনাজাত করেন।

এই সময় সেখানে উপস্থিত ছিলেন টুংগীপাড়া উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, টুংগীপাড়া থানার অফিসার ইনচার্জ এফএম নাসিম, আর অন্যান্য সরকারি কর্মকর্তা গণ।

এই সময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ২ নং ভূনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, ৩নং শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, ৪নং সিন্দুরখান ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, ৫নং কালাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান মুজিব, ৬নং আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, ৭নং রাজঘাট ইউপি চেয়ারম্যান বুনার্জী, ৮নং কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়াল, ৯নং সাতগাঁও ইউপি চেয়ারম্যান মিলন শীল, বন্দীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পিনাকী রঞ্জন দেব, বিশিষ্ট ব্যক্তি আবু দাইয়ান চৌধুরী টুনু, মামুন আহম্মেদ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *