ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনের মালিককে জরিমানা।

ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন ভবনে গুল‌কিবাড়ী মস‌জিদ সংলগ্ন এলাকার এক ভবনমালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ সিটি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এ সময় ম‌সি‌কের প্রধান স্বাস্থ্য কর্মকর্ত ডাঃ এইচ কে দেবনাথ, মে‌ডি‌কেল অ‌ফিসার ডাঃ মোঃ রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত জানায়,ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *