চিতলমারীতে মাছের পোনা অবমুক্তকরণ
বাগেরহাটের চিতলমারী মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বেলা ১২ টায় আনুষ্ঠানিক ভাবে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ৭টি ইউনিয়নের ৩২টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৪৪ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান, কৃষি কর্মকর্তা মোছা. রাজিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু মূছা, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখর ভক্ত ও শফিকুল ইসলাম সাফা।