রাণীনগরে ইয়াবা হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই গ্রাম হেরোইনসহ শহিদুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চককুতুব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল ইসলাম চককুতুব গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। রাণীনগর থানার ওসি শাহিদ আকন্দ জানান, উপজেলার চককুতুব এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শুক্রবার রাত ৯টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার নিকট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৪৭০ টাকা উদ্ধার করে পুলিশ। শহিদুলের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।