রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় নওগাঁর রাণীনগরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন ও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও মহান কীর্তি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ সহ অন্যান্যরা।