ফকিরহাটে প্রতিপক্ষের হামলায়  গুরুত্বর আহত-১

ফকিরহাটে ছাগলে লাউ গাছ খাওয়ার ঘটনা-কে কেন্দ্র করে প্রতিপক্ষের  হামলার কুলসুমা 
আক্তার বর্নি (২০) নামের একজন নারী গুরুত্বর আহত হয়ে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকালে লখপুর ইউনিয়নের বড়খাজুরা এলাকায় এঘটনা ঘটে। আহত কুলসুমা আক্তার বর্নি সজিব শেখের স্ত্রী ও 
বড়খাজুরা গ্রামের তরিকুল ইসলামের কন্যা। জানা গেছে, উক্ত গ্রামের তরিকুল ইসলামের একটি ছাগলে 
পার্শ্ববতীএলাকায় জনৈক ব্যক্তির রোপন করা ১টি লাউ গাছ খেয়ে ফেলে। এসময় প্রতিপক্ষ লোকজন চড়াও হলে বিরোধের সৃষ্টি হয়। এসময় বাবার বাড়ি বেড়াতে আসা কুলসুমা আক্তার বর্নি বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের জুয়েল, রুবেল, আকতার ও শিমুল হামলা চালিয়ে মহিলা-কে গুরুত্বর আহত করে। আহত অবস্থায় তাঁকে উপজেলা সরকারী 
হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ৭টি সিলাই লেগেছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় ১টি মামলা দায়ের প্রস্তুতি চলছিলো বলে ভুক্তভোগীরা জানান। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *