মোল্লাহাটে দুই মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত-১, আহত-২
মোল্লাহাটে দুই মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা (২৬) নিহত এবং পরিতোষ মন্ডল (২৫) ও আইয়ুব মোল্লা (২৩) নামে দুইজন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মিঠুন বালা উপজেলার দত্তডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক নির্মল বালার ছেলে। আহত পরিতোষ মন্ডল চাউলটুরী গ্রামের বিবেশ্বর মন্ডলের ছেলে এবং আয়ুব মোল্লা একই এলাকার হুমাউল মোল্লার ছেল। মিঠুন বালাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবং আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় দুইটি মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা নামে একজন মটর সাইকেল আরোহী নিহত এবং পরিতোষ মন্ডল ও আইয়ুব আলী মোল্লা নামে দুইজন আহত হয়েছেন।