যশোরে ডিবি কর্তৃক ৬০ বোতল ফেনসিডিল ও ইজিবাইকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
গত সোমবার (০৯ আগস্ট ২১ খ্রিঃ) ডিবি যশোরের এস.আই শাহীনূর রহমান, এ.এস.আই এসএম ফুরকানের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৭:৫০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল উত্তরপাড়া সাকিনস্থ গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ির উঠানের উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোহাম্মদ হায়দার আলী (৫৮), পিতামৃত- নুরুজ্জামান, সাং- হোল্ডিং নাম্বার ১৩১, বেনাপোল উত্তরপাড়া, থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা- যশোরকে ৬০ (ষাট) বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ইজিবাইকের মূল্য ৩,৪০,০০০/= (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে সুখে জানানো হয়েছে।