বরিশালে ২০ বোতল ফেনসিডিল সহ ০২ জন নারী ও ০১ জন্য পরুষসহ আটক ০৩ জন

গত ০৮ই আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ আনুমানিক রাত ২১ঃ৪৫ ঘটিকার সময় গোপন সংবাদ ও তথ্যের ভিত্তিতে,বরিশাল নগর গোয়েন্দা পুলিশ বি.এম.পি’র একটি চৌকস টিম নগরীর কোতোয়ালী মডেল থানাধীন ২০ নং ওয়ার্ডস্থ বৈদ্যপাড়া জনৈক মনিরের টিনশেড বাসার ভাড়াটিয়া বন্দর থানাধীন ০৭ নং চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল শিকদার বাড়ির আম্বিয়া বেগম ও মৃত মোহাব্বত আলী শিকদারের মেয়ে পারভিন বেগম (৪০) এর বাসায় অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযান পরিচালনায়, ০১)বি.এম.পি কাউনিয়া থানাধীন চড়বাড়িয়ার মোসাঃ মাহমুদা বেগম ও মৃতঃ মোঃ আলী খানের ছেলে মাসুম খান ওরফে হেলাল উদ্দীন ওরফে বুলেট (৪১), ০২)বন্দর থানাধীন ০৭ নং চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল শিকদার বাড়ির আম্বিয়া বেগম ও মৃত মোহাব্বত আলী শিকদারের মেয়ে পারভিন বেগম (৪০) ও ০৩)যশোর জেলা শরশা থানাধীন ০১ নং কলোনির বাগাছড়া বকুলতলার নজরুল ইসলামের স্ত্রী মোসাঃ রিজিয়া আক্তার তানিয়া (৪২) দের ২০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন এবং ০১ টি মোটরসাইকেল সহ আটক করা হয়। অএ সময়ে ০১ নং ও ০৩ নং আসামীদ্বয় ০২ নং আসামীর ভাড়াটিয়ার বাসায় একত্রিত হয়ে মাদক লেনদেন করছিলো। এখনো একজন আসামী যশোর জেলা শর্শা থানাধীন ০১ নং কলোনির বাগাছড়া এলাকার ফজর আলী গাইনের ছেলে মাদক সরবরাহকারী ইকবাল হোসেন পলাতক রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুএে আরো জানা গেছে বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *