তারাকান্দায় ২২ দিনের শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক-মা!
ময়মনসিংহের তারাকান্দায় নিজ শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে মা। তারাকান্দার বিসকা ইউনিয়নের লালমা মধ্যপাড়া গ্রামে ২২ দিনের শিশু সন্তানকে পুকুরের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সাবিকুন্নাহার (২১) নামের এক মা। আবুল কাশেমের ছেলে হুমায়ুনের সাথে ১ বৎসর আগে বিয়ে হয় কালনীকান্দা গ্রামের আঃরশিদের মেয়ে সাবিকুন্নাহার (২১) এর সাথে।এই দম্পতিরই ২২ দিনের শিশু সাইম। আদালতে নিজ ২২ দিনের শিশু সাইমকেই বাড়ির পিছনের পুকুরে ফেলে হত্যা করেছে বলে এই স্বীকারোক্তি দিয়েছে সাবিকুন্নাহার। এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের ওসি আবুল খায়ের এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমান জানান,গত ৬ আগষ্ট দিবাগত রাত আনুমানিক ১ টার সময় সাবিকুন্নাহার তাঁর শাশুরীর সাথে ঘুমিয়ে থাকা নিজের শিশু সন্তান সাইমকে বাড়ির পিছনের পুকুরে ফেলে হত্যা করে। এই ঘটনায় সাইমের বাবা হুমায়ুন কবীর বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে মামলা দায়ের করে, মামলা দায়েরের পর পুলিশী তদন্তের সময় সাবিকুন্নাহারকে গতকাল শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবেকুন্নাহার সাইমকে পুকুরের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করে।অতঃপর সাবেকুন্নাহারকে আজ রোববার ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান এর আদালতে সোপর্দ করে পুলিশ।সেখানেই ১৬৪ ধারায় নিজে ২২ দিনের শিশুকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয় ঘাতক মা।