ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু আক্রান্তের হার বৃদ্ধি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে রবিবার (৮ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১২ জনের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৫ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ২শ ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে অপরদিকে হাসপাতালের করোনা ইউনিটে রোগীদের অতিরিক্ত চাপ বেড়ে যাওয়ায় নির্ধারিত বেডের চাইতে দ্বিগুণ রোগী এখন ভর্তি রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের হেদায়েত উল্লাহ (৭০), তাহামিনা (৬০), মকবুল (৮২), প্রতিমা রানী (৭২) ও সুবর্ণপুরের সুমন মিয়া (৩৫), ফুলবাড়িয়ার আব্দুল মান্নান (৬৫) এবং ভালুকার তারা মিয়া (৫০)।এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের ইসহাক (৭৫) ও জাইমা নুর নাশরা (১৬), হালুয়াঘাটের ইমদাদুল হক (৫৫), নেত্রকোনার কেন্দুয়ার শহর বানু (৬৫) এবং মদনের মজনু রহমান (৮৫)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪শ ৫৯ জন, আইসিইউতে ভর্তি আছেন ১৭জন।রবিবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১শ ১২ জন ও আরটিপিসিআর টেস্টে ১শ১২জন মোট ২শ ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ১শ ২৮জন, নান্দাইলে ৮জন, ঈশ্বরগঞ্জে ১৪জন, গৌরীপুরে ৭জন, ফুলপুরে ২০জন, তারাকান্দায় ৩জন, হালুয়াঘাটে ৪জন, ধোবাউড়ায় ০জন, মুক্তাগাছায় ৭জন, ফুলবাড়িয়ায় ২ জন, ত্রিশালে ১৭জন ও ভালুকায় ৪জন ও গফরগাঁওয়ে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৭৪৫৪ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১২৯০৭জন। বাকি ৪৫৪৭জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *