মোল্লাহাট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজা সহ দুই আসামী গ্রেফতার

পরোয়ানা ভূক্ত দুই আসামী বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে ১। সুখ মিয়া কাজী (৪৫), পিতা-মৃতঃ হেমায়েত কাজী, ২। এনায়েত মোল্লা (২৯) পিতা-মৃতঃ বচন মোল্লা, উভয় সাং-উদয়পুর উত্তরকান্দি, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাটদের ইং-০৬/০৮/২০২১ তারিখ রাত্র ০১:০০ ঘটিকার সময় অত্র থানার ১নং উদয়পুর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি এলাকা হইতে ফেন্সিডিল এবং গাঁজা সহ গ্রেফতার করা হয়। আসামীরা কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী।

আসামী সুখ মিয়ার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। আসামী সুখ মিয়া অভিনব কায়দায় মাটির নিচে ফেন্সিডিল পুতে রেখেছিল। কিন্তু অবশেষে থানা পুলিশের কৌশলের কাছে পরাজিত হয়ে নিজেদের হাতে মাটি খুড়ে ফেন্সিডিল বাহির করিয়া দেয়। এই সংক্রান্তে অত্র মোল্লাহাট থানায় মামলা হইয়াছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *