বিরলে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২,তম জন্মবার্ষিকী উপলক্ষে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৫-আগষ্ট (বুধবার) জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২,তম জন্মদিন, শেখ কামাল ছিলেন একজন ক্রীড়া সংগঠক ক্ষমতার কেন্দ্রে থেকেও ছিলেন খুব সাধারণ, বিনয়ী ও নিরহঙ্কার। একাত্তরের আগুন ঝরা দিনে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে রেখেছেন বলিষ্ঠ ভূমিকা। বুধবার সকালে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের ৭২,তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউ,এন,ও) মাহমুদা সুলতানা,র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ,কে,এম মোস্তাফিজুর রহমান (বাবু)।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবলীগের সভাপতি যুবরাজ আব্দুল মালেক, প্রমূখ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি’র বক্তব্যে রমাকান্ত রায় বলেন- শোকাবহ আগষ্ট মাস আমি শ্রদ্ধার সাথে স্বরণ করছি ১৫,আগষ্ট কালো রাত্রে বঙ্গবন্ধু স্বপরিবারের সকল শহিদ দের এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ১৯৭৫-এর ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে। ঘাতকের বুলেট কেড়ে নেয় শেখ কামালের প্রাণ। তবে ছুঁতে পারেনি স্বপ্নকে। বরং গত সাড়ে চার দশকে শেখ কামালের স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে সোনার বাংলা বিনির্মানের অগ্রদূত বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আলোচনা সভা শেষে শেখ কামাল, বঙ্গবন্ধুর স্ব পরিবার সহ সকল শহিদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এবং শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *