ফুলপুরে পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। পুকুরের পানিতে ডুবে সাদিয়া (৩) ও লাদিয়া নামের যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। তাঁরা ওই গ্রামের মো. সাদেকুল ইসলামের মেয়ে। পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার বিকেলে বাড়ির পাশে সাদিয়া ও লাদিয়া খেলা করছিল। হঠাৎ একসময় তাদের দেখতে না পেয়ে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এই সংবাটি পেয়ে এলাকা বাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।