দেশিয় প্রজাতির মাছ রক্ষা করতে মেজিকজাল আটক করে ধ্বংস করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

গতকাল (১আগস্ট) রবিবার বিকাল ৫ঘটিকায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বেথুরী ও পুইশুর ইউনিয়নের বিভিন্ন বিলে দেশীয় প্রজাতের মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় অভিযান পরিচালনা করে প্রায় ৭০ হাজার টাকা মুল্যের নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল আটক করে পুড়িয়ে দেন। এবং বলেন মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা অনুযায়ী ম্যাজিক জাল সহ এধরনের জাল সম্পূর্ণ অবৈধ। এমন করে অবৈধ ও বেআইনি ভাবে মাছ শিকার করলে একদিন মৎস্য শূন্য জলাশয় পরিণত হবে।

চায়না ম্যাজিকজালের বিরুদ্ধে জোরদারকৃত এ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় স্থানীয় জন-প্রতিনিধিদের বালু উত্তোলনের ড্রেজার জব্দ করার জন্য কঠোর নির্দেশ দেন এবং ডেজারের মালিকদের না পেয়ে বালু স্থানান্তর করা প্লাস্টিক পাইপ আটক করে রামদিয়া পুলিশ পাড়িতে রাখা হয়। ড্রেজার এর মালিকদের আইনের আওতায় এনে বিচার করবেন এমনটা ও আশ্বস্ত করেন। এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় সহ উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ অপু, বেথুরী ও পুইশুর ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দু কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর সভাপতি মিলটন খান সহ ফোরাম এর সাংবাদিক বিন্দু



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *