বিরল উপজেলা ছাত্রলীগের বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও খাবার বিতরণ


দিনাজপুরের বিরল উপজেলা ছাত্রলীগের কমিটির ১ বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আলোচনা সভা, বৃক্ষরোপণ, ও খাবার বিতরণ করা হয়েছে । ৩১(জুলাই) শনিববার বিরল উপজেলা ছাত্রলীগের বর্ষপূর্তি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সফলতার সাথে উপজেলা ছাত্রলীগের ১বছর পূর্তি উপলক্ষ্যে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের শুভেচ্ছা জানায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান (সানমুন)।
তিনি কর্মীদের উদ্দেশে বলেন, আমরা সত্যি সকলে ভাগ্যবান আমরা আমাদের নেতা বিরল-বোচাগঞ্জ আসনের সাংসদ বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপির মতো একজন অবিভাবক পেয়েছি, তারই দিকনির্দেশনায় আজ বিরল উপজেলা ছাত্রলীগ সুসংগঠিত। তিনি আরও বলেন- বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে বিরল উপজেলায় মাঠে থেকে সরকারী সকল বিধিনিষেধ মানতে জনসচেতনতা সৃষ্টি, অসহায় দুস্থের মাঝে সরকারী ত্রাণ খালিদ মাহমুদ চৌধুরী এমপির পক্ষ থেকে খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেয়া সহ বিভিন্ন কার্যক্রমে আমরা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ সর্বদা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সক্ষম হয়েছি এজন্য আবারো সকলকে ধন্যবাদ জানাই।
আমার উপজেলা সহ সকল ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের সকলকে ‘চাওয়া–পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে আদর্শের সাথে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কাজ করে যেতে হবে। উনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহসভাপতি- আহসান হাবিব আপেল, মৃণাল সরকার বাপ্পি, সাজ্জাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক- সাজিবুর রহমান সজিব, রুহানুর রহমান রিপন, আল মাহমুদ নিবিড়, সাংগঠনিক সম্পাদক, শাহরিয়ার হোসেন জয়, কাদের, অমলেন্দু তপু, দপ্তর সম্পাদক, রিপন, প্রমূখ। সহ উপজেলা/পৌরসভা/ইউনিয়ন/ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিরল পৌর শহরের বিভিন্ন স্থানে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে প্রায়১০০(একশ) পেকেট রান্না করা উন্নত মানের খাবার বিতরণ করা হয়। এবং বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে দিনটি।