টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেলেন লেগুনা চালক
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়েছে উপজেলার রেগুনা চালকেরা। গত সোমবার টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লেগুনা চালক শ্রমিকদের কাছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেন প্রধানমন্ত্রীর পক্ষে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন। করোনা মহামারীর এই ক্রান্তিলগ্নে ঘরবন্দি হাজারো মানুষ। চরম ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ জন। করোনার এই সংকটকালে বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সরকার। তারই প্রেক্ষিতে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে লেগুনা চালক শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন এ ত্রাণ বিতরণ করেন।
সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থবিধী মেনে ত্রান এ বিতরণ করা হয় এসময় জনসাধারনের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ এর ফলে সাময়িক কর্মহীন হয়ে পড়েছে। সাময়িক কর্মহীন এ সকল মানুষদের কাছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং হচ্ছে।
উক্ত ত্রান বিতরণ কালে সেখানে টুংগীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস,উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।